অনেক তো হলো
জানা গেল অতিশয় সহিষ্ণু জনগণের ধৈর্য
সীমারেখা স্পর্শ করার সময় আসন্ন
এ সময় জনগণের শক্তি ভাবলে কি নগণ্য?
তারা যখন সমবেত ভাবে সোচ্চার রাজপথে
অন্যায়ের বিরুদ্ধে ন্যায্য বিচারের দাবিতে
তোমার কাছে অনুনয় বিনয় করে ব্যর্থ হয়ে
ভাবলে নাকি সেই প্রতিবাদের ঝড় যাবে মিঁইয়ে
যখন তোমার মনের অন্ধকার ঘোচাতে
মোমবাতি জ্বেলে আলোর বন্যা বইয়ে দিলো রাজপথে
তখনো তোমার বিবেক স্থবির হয়ে রইলো।
অগত্যা তারা ন্যায্য বিচারের দাবিতে সোচ্চার হলো
শুনে দেখো, গ্রহ তারা সাক্ষী
শুধু বিদ্রোহের দাবানল জ্বলে উঠতে বাকি!
তবু তোমার মনের অন্ধ কুটিরের দরজা খুললো নাকি?
নিষ্প্রদীপ সেই কুটিরে আলো জ্বলবে কি?
হয়তো তোমার মগজে লৌহ কপাটের
কব্জায় মরিচা জমে সেগুলো হয়েছে আড়ষ্ট
সমবেত জনতার কথার সারমর্ম উপলব্ধি করাও কষ্ট।
সম্ভবত এখন ধেয়ে আসছে প্রতিবাদের ঝড়
কাকাতুয়া দিয়ে গেল সেই খবর।
শুনতে পাচ্ছো, কী ভয়ানক শো শো শব্দ?
হয়তো সেটি লৌহ কপাট ভেঙ্গে করবে জব্দ।
ভেবেছ, কতটা হতে পারে ক্ষয়ক্ষতি?
সেসময় ক্ষতি সামলাতে পারবে কি?