বোধ হয় স্বপ্ন ছিল রঙিন করবেন জীবনটা
এযাবৎ পুষেছেন হাঁস মুরগি বেশ কয় টা
বাদ যায়নি বরাহ,গরু, ছাগল
তবু মনটা কেন পাগল পাগল?
জমিদার মশাই, অপূর্ণ আছে কোন স্বপ্নটা?

ভেবেছেন নাকি এখনো হাতি পুষতে বাকি!
নয়তো জমিদার ভাব ভঙ্গি বজায় থাকে কি?
হাতির খাই খরচ যা পোষা ও সহজ না
তবু সেটি এড়িয়ে যেতে মন মানছে না
ভয়, সেই খাই খরচ সামলাতে পারবেন কি?

জমিদার মশাই, সে ইচ্ছায় আর দোষ কিসে?
কেন সেই ইচ্ছা পূরণে রাতদিন ভাবছেন বসে?
সমাধান সূত্র না পেয়ে হচ্ছে গোসা?
ভাবছেন বাদ যাবে কি হাতি পোষা?
খরচ নিয়ে ভাবনা কিসে? গৌরী সেন আছে!