ওরে, কে কোথায় আছিস দেখবি আয়
জনগণ এখন কত অসহায়
লোকসমাজে ঢুকে এক বনবানর করছে টা কী
বলেও আর শেষ করা যায়?
দেখবি আয় এই বনবানর
খেয়ে সাবাড় করে গৃহস্থদের ঘরের খাবার দাবার
তারপরও যায়নি বনে ফিরে।
বরং এক আমগাছের মগডালে চড়ে বসে
আনন্দে বেশ লেজ নাড়ায়।
ভাবখানা, গৃহস্থরা সর্বস্বান্ত হলে ওর কী আসে যায়?
ভালোমন্দ খেয়ে সেটি বেড়েছে খুব গায়ে গতরে
এমন সুযোগ পেলে সহজে আর যায় ফিরে?
কে জানে, এ জন্তুটা থাকবে এখানে আর কতদিন!
নিশ্চিত, গৃহস্থদের ক্ষতিও করবে প্রতিদিন।
তার চেয়ে ভালো জন্তুটাকে ফেরাতে পারলে বনে
স্বস্তি ফিরে পাবে জনে জনে।
এই ক্ষণে সেই যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার
সবার বাঁচার তাগিদে
জন্তুটাকে ফাঁদে ফেলে ধরে পাঠাতে হবে বনে।
কে জানে, বনদপ্তর পেয়েছে কি জন্তুটার খবর?
এই অনিশ্চয়তার উপর নির্ভর না-করে
ওরে, যে যেথায় আছিস কেউ থাকিস না আর বসে
জন্তুটার খবর পাঠিয়ে দে বনদপ্তরে।
বনের পশু বনেই শোভা পায়
লোকসমাজে কী আর মানায়?
বনদপ্তরের লোক এসে জন্তুটাকে নিয়ে যাক ধরে।