যে কথা এখন চুপসে আছে মনের কোণে
যে যাই বলুক, সে কথা বোঝাই কেমনে?
সেদিন ছিল সোনার হরিণের হাতছানি
সে যে মায়াবিনি হরিণী, আদৌ বুঝিনি
নদীতে নাও ভাসালে ভাসিয়ে নিয়েছে বানে।

কেন যে সেদিন আবহাওয়ার পূর্বাভাস শুনিনি!
হড়কা বান আসতেও পারে একথা ভাবিনি।
কিসের আবেশে এমন কাণ্ড করেছি?
বানে ভেসে কোন বালুচরে পৌঁছেছি?
এ মায়াবিনী কোথায় নিয়ে যাবে, কি জানি!

ভাবতেও কষ্ট হয় কী আজব কাণ্ড ঘটেছে!
হড়কা বানে পড়ে জীবন ওষ্ঠাগত হয়েছে।
বাকি নেই হতে কোনও স্বপ্ন চুরমার
দুঃস্বপ্নের জালে জড়াবো কত আর?
হড়কা বানে এ তরী দু’শ বছর পিছিয়েছে।

সব হারিয়ে তরী ঠেকেছে এ কোন বালুচরে?
সূর্য অস্তমিত, কিছু দেখা যায় না অন্ধকারে।
নিশাচর বাদুড়েরা মেলে ধরেছে ডানা
এই বালুচরে পদচারণা করছে হায়না
কি জানি, রাতে নখরগুলো কি খাবে ছিঁড়ে?