কাদাখোঁচা, স্বস্তিতে নেই বুঝি? বকের
সাথে বাজি ধরে সকাল থেকেই পাঁকে
মাথা ডুবিয়ে পাকাল মাছের করেছো
খোঁজাখুঁজি?
কেটেছে দীর্ঘ সময়। ওদের ধরা জটিল
মনে হওয়ায় খুললে অভিজ্ঞতার ঝাঁপি।
তবুও হলো কী! ওদের হদিস পেলে কৈ?
এই মাছেরা গভীর গর্তে ঢুকে পড়লো
নাকি?
এখন মনে হয় পড়েছ অথৈ জলে। এমন
তো হওয়ার কথা নয়। সে যেন একেবারে
অপ্রত্যাশিত। তবে কি বকেরা আগেভাগে
করে রেখেছে কোনোও কারসাজি!
তবে যাই বলো, মাছগুলো নিঃশ্বাস নিতে
বহুবার মাথা তুললো। ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে
চারদিকেও তাকালো।
সেই দেখে আবারো ঝাঁপ দিয়ে পাঁকে মাথা
গলালে। তবু 'ওদের গলা টিপে ধরা’ সাধ্যে
কি কুললো?
সন্ধ্যা তো ঘনিয়ে এলো। সূর্য এখন দিগন্তে।
অচিরে আঁধার ঘনিয়ে আসবে। তার আগে
হাতে আর অল্প একটু সময়। ভাবছে সকলে
এই অল্প সময়ে কি জানি কী হয়!
কাদাখোঁচা, অন্ধকারে চারদিক ছেয়ে গেলে,
যখন কিছুই দৃষ্টিগোচর হবে না, পাঁক থেকে
উঠে আসতেও বাধ্য হবে, তোমার ব্যর্থতার
কাহিনী চারদিকে ছড়িয়ে পড়বে নাকি সেই
সময়?
হয়তো সেই উদ্দেশ্যে বক গাছের মগডালে
বসে এই দিকে তাকিয়ে আছে। হাতের এই
অল্প সময়ে পাকাল মাছ ধরতে পারবে কিনা,
কি জানি!
কাদাখোঁচা, এ কাজে ব্যর্থ হলে বক যখনি
সামনে এসে দাঁড়াবে তাকে কী জবাব দেবে?