বিনা নোটিশে ঘটালে এ কী কাণ্ডখানা!
মাছিও বিন্দুবিসর্গ টের পেল না।
অনেক কে বলতে শুনেছি
আবাসন প্রকল্পে দুঃস্থদের অভিযোগ রাশি রাশি
তাদের দুর্দশার বার্তা ছড়িয়েছিল চারিদিকে
আশার বাণীও শুনিয়েছিল জনপ্রতিনিধি অনেকে
সবই কি কাল-নদীতে গেছে ভেসে?
কে জানে, নদীও সেটি গিলে খেলো কি শেষে?
অবশেষে তারা করলো কী? সেকথা শুনবে নাকি?
তারা চোখের জলে অভিযোগ-পত্র লিখে
আরাধ্য দেবতাকে প্রণাম জানিয়ে বুক ঠুকে
সেটি তোমার ঠিকানায় পাঠিয়েছিল উড়ন্ত বাতাসে
এই ভেবে যদি কোনও প্রত্যুত্তর ফিরে আসে।
জানি না, সেটি তোমার কাছে পৌঁছলো কিনা।
কী জানি, অভিযোগের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে
তুমি কি কোমর কষে ঝটিকা সফরে এসে
পৌঁছে গেলে একেবারে সঠিক ঠিকানায়
সেইসব দুঃস্থ গৃহস্থদের আঙিনায়?
এখন বুঝতেও আর বাকি রইলো না
দেখতে এসেছ আবাসন প্রকল্প ফলপ্রসূ হলো কিনা?
ঘূর্ণিঝড়, ঝটিকা সফরে এসে রেখে গেলে
কাঁচা বাড়ি যে ছিল তার বহু সাক্ষ্য প্রমাণ
কে জানে, কী ছিল বিধির বিধান
যখনি অঙ্গুলি ছোঁয়ালে,
হেলে-দুলে ভাঙলো বহু কাঁচা বাড়ি,
যেদিকে তাকাই দেখি ধ্বংসস্তূপ সারি সারি
গৃহস্থদের অনেকে হারালো প্রাণ
যারা সব হারিয়ে বেঁচে রইলো এখন
মরণ যন্ত্রণা সইতে হচ্ছে সর্বক্ষণ
এই সর্বশান্তদের কী দেবে বাঁচার নিদান?