দু'চোখ ভরে দেখেই যেন মন ভরে যায়!
গলা ছেড়ে বলি, 'খোকা দেখবি তো আয়
সকল গাছেই ঝুলছে আঙুর ধোকা থোকা
নয়নাভিরাম এই দৃশ্য কদাচিৎ যায় দেখা।

কষ্ট যা করার সবই করেছেন বাপ ঠাকুরদা
কষ্ট না করে বংশ পরস্পরায় জুটছে মওকা
পরিচর্যা করার সামর্থ্য নাই তাতে হলো কি?
তৃপ্তি করে ফল খাবি, সাত পাঁচ ভাবিস কি?

পিতৃপুরুষ যা দিয়ে গেছেন খেয়ে যা খোকা
কে বলতে পারে পরে জুটবে কি এই মওকা?
বেঁচে আছি যখন এসব তোর বাপের সম্পদ
তৃপ্তি সহকারে খেয়ে যা একা, কে করবে রদ?

এই গাছগুলো মরলে আর খেতে পাবি নাকি?
তখন ওদের অভাবে হাপিত্যেশ করবি নাকি?
বংশ পরস্পরায় ফল খেয়ে যা মিলছে যখন
পিতৃপুরুষের সম্পদ ভোগে কে করবে বারণ?'