খুঁজতে যেও না যা ঘটেছে সেটি কি কারনে,
তল্লাসী করে অপরাধীকে বিদ্ধ করতে যেও না বাণে
শুধু দেখে যাও বিদ্যালয়ে শিক্ষার্থী কমলো কিনা
কার্যকারণ অনুসন্ধান করতে যেও না।
বিনা কারণে কোন কার্য হয় না, এ কথা সত্য
তবুও কারণ খুঁজতে মানা, জানো না?
গর্তে আলো ফেলতে যেও না,
কে বলতে পারে সেখানে বিষধর সাপ আছে কিনা
আত্মরক্ষায় এসে ছোবলও মারতে পারে, নেই জানা?
বিদ্যালয়ে শিক্ষার্থী কমেছে, সে নয়তো মিছে!
তবে আর দেরি কেন? লোটাকম্বল গোছানো হয়েছে?
পা- বাড়াও দূরে যেখানে এখনও শিক্ষার্থী আছে।
সেখানেও যদি একই ঘটনা ঘটে?
যাবে বৈকি দূরে, আরো দূরে!
থেমে থাকবে না, যেতে হতে পারে
এমনকি অন্য গ্রহ গ্রহান্তরে।