ঘরে তুলেও নজরকাড়া পাকা ফসল স্বস্তিতে নাই
লোভ লালসা ভুঁইফোড়ের মতোই গজিয়েছে ভাই
সাধ মেটেনি তাই ইঁদুর দৌড়ে ব্যস্ত
মস্ত বড় গোলা ভরাতে আরো আরও ফসল চাই।
করি কী? – সারাদুপুর ঘরে বসে সেই ভেবেছি
কত ভাবনা মগজে এসে খেলে গেছে কানামাছি
চাষিদের মাঠের সোনাও দিয়েছে উঁকি
ইচ্ছাপূরণ করতে তখনি কাঁচিতেও শান দিয়েছি।
ক’দিন পরে এসে দেখিস আমার গোলা ভরিয়েছি
তবে জানতে চাইবি না কিভাবে এই কাজ করেছি
টপ সিক্রেট! বাতাসেরও কান আছে কিনা
সেকথা যদি বেরিয়ে আসে তাই মুখে কুলুপ এঁটেছি।