হাওয়ায় গাছের শুকনো পত্রবল্ক উড়লেও হতো
বনবন করে ঘুড়ি উড়লেও মেনে নেওয়া যেতো
চারিদিকে উড়ছে যখন কালো টাকা
উন্মত্তদের পক্ষে যায় কি চেয়ে থাকা?
তাকে ধরতে ছুটছে উন্মত্ত নন্দীভৃঙ্গী শত শত।

এই পরিস্থিতিতে নীলাকাশ কি থাকতে পারে?
বজ্রগর্ভ মেঘ দেখা দিয়েছে সারা আকাশ জুড়ে
দুর্বৃত্তরা দখলে নিতে কালো টাকার খনি
জনগণকে কত সন্ত্রস্ত করবে, কী জানি!
জনগণ বিচলিত, কালো মেঘ দেখছে শিয়রে।

সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই খণ্ডচিত্র হচ্ছে জমা
কানাগলিতেও চলছে কালো টাকার রমরমা
দিকে দিকে ক্রমেই বাড়ছে হিংসার বলয়
থেমে নেই, গোষ্ঠীদ্বন্দ্বে বাড়ছেও রক্তক্ষয়
দেখছে জনগণ কালো টাকার এ কী মহিমা!