শুরু হয়েছে এমনি ক্রিকেট খেলা
তার জুড়ি মেলা ভার
কারো আর উপায় নাই সরাসরি কিংবা টিভি তে
এই খেলা না-দেখে থাকার।
বোলার ও ফিল্ডসম্যানেরা অনুশীলন পর্ব সেরে
নিজেরা কানাঘুষো করে খেলতে নেমেছে মাঠে
ফিল্ডসম্যানেরা করেছে বলাবলি
ব্যাটসম্যানরা কষ্ট করে খুচরো রান নিলেও
যাতে বাউন্ডারি ও ওভারবাউন্ডারি হাঁকাতে না-পারে
সেটি রাখতে হবে বিশেষ নজরে।
ব্যাটসম্যানেরাও চুপ করে বসে থাকতে পারে?
তারাও মাঠে নেমে ফিল্ডসম্যানদের পজিশন দেখে
দাঁড়িয়ে পড়েছে সেঞ্চুরি হাঁকাতে।
গ্যালারিতে অগণিত দর্শক
কেউ এ-দলের, কেউ ও-দলের সমর্থক
দু’ভাগে বিভক্ত
সকলেই করছে বলাবলি এই খেলায় জেতা শক্ত
কেননা কিছুতেই হার মানতে চাইবে-না প্রতিপক্ষ।
দেখেছি খেলার শুরু থেকেই দক্ষ বোলাররা
ব্যাটসম্যানদের বোল্ড আউট করতে সচেষ্ট
কিন্তু সে যেন কষ্ট কল্পনা
খেলা দেখতে দেখতে ভাবছি, 'হচ্ছে টা কী?
তাদের সব প্রচেষ্টা হচ্ছে মাটি
বা-হাতি এক ব্যাটসম্যান এমনি হাঁকাচ্ছে
প্রতিপক্ষ নাজেহাল, খুঁজে পাচ্ছে না দিশে
ফিল্ডসম্যানেরাও মিসফিল্ডিং করে বসছে।
দেখেছি প্রতিটি বল ছুটছে একে একে
বাউণ্ডারি ও ওভার-বাউণ্ডারির দিকে।
এ খেলা দেখে দর্শকাসনে বসে বলছে অনেকে
হায়রে, ভাবিনি এমনও খেলা হতে পারে।