এ পুকুরে বেশতো জল ছিল, মাছও ছিল বেশ
সকাল দুপুর সাঁতার কেটে স্নান-পর্ব হতো শেষ
অর্থকড়িও আসতো এ পুকুরের দৌলতে
লকলকে জিভ, লোভ-লালসা কি মেটে?
খাল কেটে তার জল সরাতে কে দিলো উপদেশ?
বেশ বেশ বেশ নিজের জমিতে দিতে জল সেচ
কোমর বেঁধে সেচ দিতে লেগে পড়লে তো বেশ।
সেচ দিলে বাড়বে ফলন এই বিশ্বাসে
বেশি বেশি ফলন ঘরে তোলার আশে
পুকুরে যেটুকু জল ছিল সবটুকু করলে নিঃশেষ।
ভাবোনি বর্ষা বেশ দূরে, দেশে খরাও হতে পারে
জলের অভাব হলে পুকুরের মাছেরা যাবেই মরে।
তবু এ জল নিজ জমিতে নিতেই হলো?
করলে যে কাজ স্বার্থপর বলাই ভালো।
এমন লোকের জন্য যত বিপত্তি এ বিশ্বসংসারে।