তাহলে পাখিকে পোষ মানানো গেল না?
কী ভেবেছিলে? পাখিটা ছিল ময়না?
আর সেটি পোষ মানবে অতি সহজে?
পাখি চিনতে কি তোমার ভুল হলো না?

বাবুমশাই, দিলে না অভিজ্ঞতার গুরুত্ব
ছুরি দিয়ে খোঁড়া যায় কি বিশাল গর্ত?
অনভিজ্ঞ হয়েও নেমে পড়লে কাজে
জনসমক্ষে দেখাতে গেলে ঔদ্ধত্য।

পোষ মানাতে গেলে ঘুঘু পাখি
তাকে পোষ মানানো এতো সহজ কি?
বেশতো তাকে পুষতে গেলে আদর করে
সে আর পোষ মেনেছে কি?

এখন বুঝতে বাকি অভিজ্ঞতার অভাব ছিল
তাই তোমার সব প্রচেষ্টাই বৃথা হলো?
বাবুমশাই, তাহলে কে নেবে এর দায়?
জনসমক্ষে বলো কার দোষে এ কাণ্ড ঘটলো।