বললো কাকাতুয়া রসেবসে,
‘বহু আজব কাণ্ড ঘটেছে মীরজাফরের দেশে।
চারিদিকে রব উঠেছে, ‘বহু গৃহস্থের সম্পদ
চুরি গেছে।
চুরি ছাড়াও আরও কত কী ঘটেছে সেই
তালিকা এতো দীর্ঘ সেটি মুখ ফুটে এখন
যায় না বলা’।
এসব কাণ্ড ঘটাচ্ছে কারা? এই প্রশ্ন শুনেই
বললো পাখি, ‘দক্ষ চোরেরা ছাড়া আবার
কারা? তারা ভেবে বসে আছে সে দেশটা
যেন ওদেরই ধন। সে দেশে যা খুশি করা
যায় যখন তখন’।
এ কথা শুনে গৃহস্থদের মাথায় পড়লো হাত।
ভাবছে তারা জুটেছে তবে কি তাদের মন্দ
বরাত?
বললো পাখি, ‘এই ভেবে ঘরে বসে সজোরে
নাকে নস্যি টিপো। এ চোরদের এতো বছরে
ধরার যখন মুরোদ নাই, ইঁদুরের গর্তে গিয়ে
নাও ঠাই’।