বোষ্টমী, শুনি রাশি রাশি সুপ্ত বাসনা ছিল
তোমার মনে। যৌবনে যদিও পেয়েছ
কিছুটা সাধ, বাদবাকি বহু বাসনা নাকি
আজও অপূর্ণ থেকেছে।
সন্ধ্যা ঘনিয়ে আসে,
কী ভাবছো, ভগ্ন ঘরের দাওয়ায় বসে?
এ সময় করবে কী?
তবে বলে রাখি, কাকাতুয়া চারদিকে ঘুরে এসে
বলে গেছে, 'যমুনাতে ভয়াবহ বান এসেছে
বানের জলে অনেকেরই স্বপ্ন ভেসে গেছে
তোমার মনের সুপ্ত বাসনা ভেসে যাওয়ারও
নাকি সম্ভাবনা দাঁড়িয়েছে'।
বৃদ্ধ বয়সে দৌড়বে তার পিছে পিছে?
বরং যদি ভাবো অপূর্ণ বাসনা পরিহার করে
মাচার সাধের লাউ দিয়ে ডুগডুগি বানিয়ে
সেটি নিয়ে যাবে গয়াকাশি
আর সেখানে রাশি রাশি ভক্তবৃন্দ জুগিয়ে
বাদবাকি জীবন কাটাবে তাদের গান শুনিয়ে
তখন বিষয় বাসনাও ছারপোকাদের মতো
কুটকুট করে কামড়ে ধরবে না তোমার মনে
তবে বোধ হয় সেটি মন্দ না,
ভেবে দেখতে পারো আছে কি সেই সম্ভাবনা।
যদি তেমনি ভেবে থাকো,
এখন থাকতে পারো মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়
গুটিয়েও ফেলতে পারো সংসারের বাসনা।