কত কী যে ঘটে নামজাদাদের অন্তরে
গড়েছে যখনি লোভ লালসার কলোনি
সেই শুরু থামতে চায়নি দেশের দুর্গতি
অবক্ষয়ের কারণে বহু দেশেই থামেনি।
মসনদের নেশায় মাতোয়ারা সেনাপতি
নিজের স্বার্থকেই যে দিয়েছিল প্রাধান্য
দেশের সুরক্ষাও যার কাছে ছিল গৌণ
সঙ্কোচে বাঁধেনি করতে দেশের ক্ষতি।
সেনাপতি নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে
মনের সমস্ত দ্বিধা ভুলে বিনা সংকোচে
শত্রুসেনাদের সাথে তার যোগসাজসে
যুদ্ধ যুদ্ধ খেলায় স্বেচ্ছায় হেরে বসেছে।
সেই যুদ্ধে বীর সেনারাও যদি বুঝতো
করণীয় দেশের জন্য যুদ্ধ, না গোলামী?
যুদ্ধে হেরে দেশ ডুবতো না অন্ধকারে
দিতেও হতো না দু’শো বছর সেলামি।
সে আর হলো নাকি মতিভ্রমের ফলে
নিজ করনীয় বুঝতে চায় কি সকলে?
বলছে কাকাতুয়া ঘুরছে কালের চাকা
কে বলতে পারে সহসা যাবে না দেখা?