খেতে গিয়েই পান ও সুপারি
রানী-মার জিভ পুড়েছে চুনে
এই খবরটা চাপা থাকে কি?
পৌঁছেছে দাসদাসীদের কানে।
তাদের সকলে ভয়ে জবুথুবু
রানী মা রেগে করবেন কী?
কার উপরে দোষ চাপাবেন
ভয়, তার কাজ থাকবে কি?
রানী মা চুপ থাকতে পারেন?
ডাকলেন তাদের অন্দরমহলে
সকলে সেখানে গিয়ে হতবাক
টিকটিকি বসে আছে দেওয়ালে।
বলেন রানী মা সবার উদ্দেশ্যে
কে বলবে কেন জিভ পুড়েছে?
ভাবছে তখন সকল দাস-দাসী
কার দোষে এই কাণ্ড ঘটেছে?
বললো টিকটিকি একটু ভেবে
সকলে ভাবছে কী মনে মনে?
বলবো এখন এর কারণ কি?
রানী মা, জিভ পুড়েছে চুনে।
বলেন রানী মা এতো ভাবিনি
চুন বাদ দিলে স্বাদ পাবো কি?
শখ ছিল রসেবসে পান চিবতে
তাতে ইতি টানতে হবে নাকি?