দুঃস্থদের উপর ক্রমাগত চালালে যখন নিপীড়ন
তাদের উপর অত্যাচারের সাক্ষীও থেকেছ সারাক্ষণ
দীর্ঘক্ষণ জীবন নদীতে বান ডাকেনি যখন
দু' ফোটা চোখের জলও ঝরাতে চায়নি তোমার মন
কুল হারা দুঃস্থদের অনেকেই ভেসে গেছে
কেউ কেউ বাঁচার আপ্রাণ চেষ্টায় সাঁতার কেটেছে
ভেসেছে যখন দুঃস্থদের জীবন ধন
এই দৃশ্য দেখেও সারাক্ষণ
বেশ তো বিলাসতরীতে করেছ বিনোদন
বাঁচানোর তাদের সব আকুতি হয়েছে অরণ্য রোদন
তখন তাদের শুধুই আশ্বাসবাণী শুনিয়েছ
তুমি তাদেরি সঙ্গে আছ
তাদের উদ্ধার কাজেও রয়েছ নিয়োজিত
মিথ্যা ছলনার আশ্রয় নিয়েছ শত শত।
হায়রে, মানবতাকেও অন্তরে দিলে না ঠাই
দূর থেকেই তাকে করলে বিদায়,
তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলে
অসহায় মানুষগুলোর অনেকে ডুবতো না জলে
তাদের জীবনের স্বপ্ন সবই যেতো না বিফলে
দেখোনি তখন সূর্য যাচ্ছে অস্তাচলে
নদীতে ভাটার সময় ঘনিয়ে আসছে
দেখোনি তরণীর তলদেশে ধরেছে ফাটল
ভগ্ন তরীতে হু হু করে ক্রমাগত ঢুকছে জল
তখন নদীতে সবেমাত্র ভাটা শুরু হয়েছে
তোমার বিলাস ভ্রমণ সাঙ্গ হতে বসেছে।
এখন ভগ্ন তরী পাঁকে ডুবতে শুরু করেছে
কে জানে, তরীতে ঢুকবে আরো কত পাঁক জল
দুঃস্থ যারা এসময় হতে পারতো তোমার আশ্রয়স্থল
দুঃসময়, তারা এখন তোমার পাশে নেই আর
এসময় 'বাঁচাও বাঁচাও' বলে করলেও চিৎকার
নিষ্ফল, এখন মুমূর্ষু অবস্থায় করবে কি আর?
তরী ডুবছে যেভাবে পাঁকে, এখন হাবুডুবু খেয়ে
ঝরালে না-হয় দু'ফোটা চোখের জল।