হলো কী?
কাশি দিচ্ছ খুক খুক করে, বারংবার
কিছু কি বেঁধে আছে গলায়? ভেবে দেখা দরকার।
খোঁজো, কারণ লুকিয়ে আছে কোথায়
একটু ভাবলে হয়তো কারণ খুঁজে পাবে
অভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে
তারা এই কাশির কারণ বলে দেবে।
তোমাকে একথা বলার অপেক্ষা রাখে না
বিনা কারণে এই বিশ্বব্রহ্মাণ্ডে কোন কিছুই ঘটে না।
তুমি নীলকণ্ঠ হলে হয়তো
বলা সমীচীন নয় এমন কথা কণ্ঠে রাখা যেতো
আদৌ নেই তো সেই সম্ভাবনা
তাই আর বসে থেকো না
ঝেড়ে কাশ, বেরিয়ে যাক কিছু বেঁধে থাকলে গলায়,
নয়তো, কে জানে, পরবর্তী সময়ে এই ব্যাধি
কোন দিকে গড়ায়।