বাদুড়, দিনে রাতে কি ঘুম আসে না?
মনের ভিতর আঁকুপাঁকু করছে কি ভয় ভাবনা?
দেখেছি বহুদিন যাবত দিনে ও জেগে রও,
কী জানি, কষ্টে কিনা সারাক্ষণ ডানা ঝাপটাও।
হতে পারে, বাজপাখিরা যেভাবে আছে ঘিরে
উড়ে পালাতে গেলেই আসবে তেড়ে
লাগছে নাকি বড্ড অসহায়?
এভাবে আর কতদিন থাকা যায় বন্দি দশায়?
আর ক’দিন গেলে হয়তো দুয়ারে কড়া নাড়বে মরণ
জানি না, কী ভেবে আকাশ জুড়ে এখন
কালো মেঘের তাঁবু খাটালেন বাবুমশায়!
বাজপাখি গুলোও ঘুমিয়ে পড়েছে কিসের নেশায়?
এখন যেতেই পারো,সুযোগ যখন আছে
মগজেও বুদ্ধি কি আর কম রয়েছে?
বাজপাখিরা যাতে তাড়া করতে না আসে
এই ভেবে, বেশ করেছ,
ওরা জেগেছিল যখন যাওনি উড়ে,
চিল শকুনের ভয় তো আছে, যদি ঘিরে ধরে।
দেখেছি বিপদে পরে হাবুডুবু খেয়েছ কালের স্রোতে
কেউ যেন নুন ছিটালো মনের ক্ষতে!
এভাবে বেঁচে থাকা যায় আর কতদিন?
ওই বুঝি, কৃষ্ণ মথুরায় বাজাচ্ছে বীণ!
এখন সুযোগ বুঝে যাচ্ছ উড়ে
একেবারে সাত-সাগরের ও পাড়ে?
যেতেই পারো, খাঁচার দরজা যখন খোলা আছে।