ওহে সমুদ্র, তোমার কাছে এসেছি আবারো
যেমন এসেছিলাম ক’বছর আগে।
অভিমানী, তুমি হয়তো ভ্রান্তিবিলাসেই মজে
আছো, আজ ব্যস্ত হয়ে কাঁদতে কাঁদতে ছুটে
এসেছ তোমার বুক ফাটা কষ্টের কাহিনীগুলি
শোনাতে।
হয়তো ভেবেছ, ছুটে গেছি রুমালে তোমার
অশ্রু মুছে দিয়ে তোমার বুকের গভীর ক্ষতে
বিশল্যকরণীর প্রলেপ দিতে।
সমুদ্র, জেনে রেখো, গাল ভরা হাসি নিয়েই
প্রতি পাঁচ বছর অন্তর তোমার কাছে আসতে
হয়, আসিও তাই, তবে কোনো ভালবাসার
টানে নয়, কেবলি মনের সুপ্ত বাসনা মুক্তোর
চাহিদা মেটাতে।
ভাবি, কেন যে সেকথাটি বোঝোনি আজও!
আজ জেনে রাখো, যা ভেবে ছুটে এসেছো
সবই ভুল, আজও তেমন কোনও অভিলাষ
নেই মোটে।
এখন আবার তোমার কাছে এসেছি ঝিনুক
কুড়তে, যদি তাতে মূল্যবান মুক্তো জোটে।