গভীর রাতে জেগেছি ডানাঝাপটা পাখির মতো
ঘুমতেই নিদ্রাদেবীর আরাধনাও করেছি নিয়ত
স্বপ্নে বিচরণ করতে ছিল না মানা
অবশেষে কখন ঘুমিয়েছি, জানিনা
দুঃস্বপ্ন দেখেই নিজেকে পারিনি করতে সংযত।

দেখেছি চারিদিকে অধর্মের খুবই বাড়বাড়ন্ত,
মহামানবেরাও ওদের করতে পারেনি সংযত।
সন্ত্রাসীরা যে ভাবে শুরু করেছে সন্ত্রাস
অচিরে তারা সমগ্র বিশ্বকে করবে গ্রাস
সূর্য রাহুর কবলে পড়েছে পূর্ণগ্রাসের মতো।

মনটায় দাউ দাউ করে আগুন জ্বলেছে দ্রোহে
প্রতিশোধ স্পৃহায় ঢুকেছি ঠিক যেন চক্রব্যূহে
হিংসার বলয় ঘিরে কৌরব সেনাপতিরা
অভিমন্যু বধ করতে যেন নেমেছে তারা
জানিনা, ওদের বিবেক জেগেছে কিসের মোহে।

ভেঙেছে ঘুম, এই যুদ্ধের পরিণতি দেখা হলো না,
কে জানে, মহাভারতের যুদ্ধের মতো হলো কিনা।
হলো কি কুরুক্ষেত্রের ধর্ম ও অধর্মের যুদ্ধ?
পাণ্ডবেরা ছিল কি এই যুদ্ধে অপ্রতিরোধ্য?
এই বিশ্বে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হলো কিনা।