বলবে তোমরা কোন পর্যায়ের জীব?
সে কথা জানতে আজ বেশ উদ্বিগ।
প্রশ্নবান শুনে ভয় পেয়ো না এখন
নেই কো তারও কোনো প্রয়োজন।
তোমরাই তো গর্ভ অনুভব করো
গ্রহ গ্রহান্তরেও পাড়ি দিতে পারো
বুদ্ধিতে তোমরা শ্রেষ্ঠত্বের দাবিদার
নজিরবিহীন তোমাদের বুদ্ধিমত্তার।
নিরাপত্তার ও সুখ শান্তির খাতিরে
তোমরা বন্য পশুদের জন্য ছেড়ে
রেখেছো চারদিকে বহু অভয়ারণ্য।
কোথায় ভূখণ্ড মনের পশুর জন্য?
বনের পশুপাখিরা আছে বেশ সুখে
ওরা সতীর্থকে ঠেলে দেয় মৃত্যুমুখে?
ওরা কতটা উন্নত সেটাই জিজ্ঞাস্য
বুদ্ধিতে শ্রেষ্ঠদের দুঃখের কী রহস্য?
কোথায মনের পশুকে দিলে বাসস্থান?
সে কি মরুভূমির বালুকাময় স্থান?
নাকি ওদের নিয়ে সুখে করবে বাস?
জবাব দিতে ফেলছ কেন দীর্ঘশ্বাস?
ওদেরকে বাগে আনতে পেরেছ কি?
এই প্রশ্নের জবাব দিতে পারবে কি?
অবাধ্য পশুদের নিয়ে করলে বাস
দুঃখ কষ্ট জুটবে নাকি বারো মাস?