সেদিন স্বল্প আয়ে স্বচ্ছন্দে বাঁচার ছিলনা সামর্থ্য
রোজই তাপ্পি দেওয়া জুতোয় পা গলাতে হতো।
পুরাতন হলেও চলতে তেমন কষ্ট হয়নি
তবু রোজ বলতে নতুন জুতো হলে ভালো হতো।
কথাটা সত্য, তবুও সেসময় কতটা ছিল সামর্থ্য?
অভাবে ডালভাতে-ই তৃপ্তির ঢেঁকুর তুলতে হতো।
চড়ুই পাখির জীবন, কষ্ট হয়নি মোটেই
রাতে ঘুমাতে গেলে তখন কি অনিদ্রায় কাটতো?
যদিও জুতো বদল করার খুবই প্রয়োজন ছিল।
সাধ ও সামর্থ্যের মধ্যে রোজ সংঘাত বেঁধেছিল
অভিজ্ঞতাও ছিল না ভালো-মন্দ চেনার
ঝোঁকে ফুটপাত থেকে সস্তায় জুতো কেনা হলো।
যাই বলো, তোমাকে প্রশ্নটা ছুঁড়ে দেই দিনদুপুরে
পুরাতন জুতোয় তাপ্পিগুলো পড়তো সবার নজরে
তাই বদলে ফেলে নতুন জুতোয় যে পা গলালে
এখন কতখানি স্বচ্ছন্দ লাগছে জানতে ইচ্ছা করে।