কে তুমি মেঘের আড়াল থেকে
একে একে প্রশ্নবান ছুঁড়ে দিচ্ছে তাদের দিকে?
'কেন সেদিন তারা শোনেনি জনতার অনুরোধ
কেন জনগণ বাধ্য হয়েছিল করতে পথ অবরোধ?
মনে কি ছিল ভয় দেখা দিতে পারে দুর্যোগকাল
ক্ষুব্ধ জনতা ছিঁড়ে কুটিকুটি করলে রহস্যজাল?
কেন উপেক্ষা করলে তাদের গর্জে ওঠা প্রতিবাদকে?
আকাশে কি মেঘেরা গর্জে উঠেছিল চারিদিক থেকে?
কেন সেদিন ধরলে এমন ভয়ানক রুদ্রমূর্তি?
মনে হচ্ছে কি উত্তর দিতে গিয়ে পড়েছ বিপাকে?
কিসের মাদকতায় সেদিন জনতার হাত থেকে
অপরাজিতার মরদেহ ছিনিয়ে নিতে করলে দস্যুবৃত্তি?
কে, কবে দেখেছে এমন দৃশ্য কোন কালে?
রাখালেরা, ওই দেখো মেঘেরা এবেলা করছে খেলা
ঘনঘোর দুর্যোগ ডেকে আনছে যেন এই অবেলা।
সেদিন কি ছিল ভয় বাঘ যদি ঢোকে গরুর পালে?
তাই কি তড়িঘড়ি নামলে এ কাজে মনিবের নির্দেশে
একথা ভেবে এ কাজে দেরি হলে পড়বে তার রোষে?
সেসময় মনে জাগলো কি ভয়,
কর্মক্ষেত্রে যদি বিপাকে পড়তে হয়
সেকারণে কি জেনে বুঝেও যে কোন মালামাল নয়
অপরাজিতার মরদেহ ছিনিয়ে নিতে হলে নির্দয়
কেড়ে নিলে তাকে উপস্থিত ক্ষুব্ধ জনতার কাছ থেকে
আর দাহ ও সম্পন্ন করলে সামনে দাঁড়িয়ে থেকে।
সে কাজ কি করেছ নিজের ইচ্ছায়?
নাকি বর্তেছিল কারো নির্দেশ পালনের দায়?
কেন মরদেহ লোপাট করতে দেখালে এতো ব্যস্ততা?
চেয়ে দেখো, বিশ্ববাসী এখন জানতে চাইছে সে কথা
বলবে, সেদিন কেন এঁটেছিলে অজস্র ফন্দি?
মনের গুপ্ত কুটিরে ছিল কি কোন দূরভিসন্ধি?