সামনে আছে যারা তাদের পিছন থেকে টেনে ধরলে
বাদ গেল না পোশাক ধরেও দিতে ও টান
এ কর্মে লাইনে দাঁড়িয়ে যারা সবাই সমান
এ মসনদের জন্য বাক বিতণ্ডা ও কুস্তিতে জড়ালে।
আহা! মসনদে বসে ক্ষমতা ভোগের এ কী লালসা!
এ লাইনে দাঁড়িয়ে যারা সবাই হতে চাইছে বাদশা
কাকাতুয়া বলে সেখানে বসলে স্বর্গলাভ
সে জন্যই নাকি দরকার কাকের স্বভাব
প্রতিদ্বন্দ্বীদের সাথে খেলতে ও জানতে হয় পাশা।