কী বললে?
মাছ ধরার ইচ্ছা ফুটন্ত দুধের মতো উথলে উঠেছে
তাই ঘরে থাকতে পারোনি বসে?
দলবেঁধে মাছ ধরতে চলে এসেছ?
লাগবে কাজে? বেশ তো।
গোপালের সাথে শলাপরামর্শ ও সেরে নিয়েছ?
গোপাল কী বলে গেল?
সে যা বিচক্ষণ তার বুদ্ধি লাগতে পারে কাজে।
বলেছে বুঝি মাছ ধরবে যখন মনস্থির করে এসেছ
আগে জল ঘোলা করো?
পাঁকাল মাছও ধরা না দিয়ে আর যাবে কোথায়?
পালানোর খুঁজে পাবে না উপায়,
দেখতে পাবে ঘোলা জলে মাছ ধরার সুবিধা কত।
গোপাল বলেছে যখন হয়তো পরীক্ষিত সত্য।
তাই বুঝি পরিকল্পনামাফিক কাজে নামার আগে
কোমরে গামছা বেঁধেছ বেশ আঁটোসাঁটো?
দেখো পরিকল্পনা মাফিক মাছ ধরতে পারো কত!