যাই বলো এখন করেছ চার দেয়ালেই বন্দি
সবাইকে করতে হচ্ছে তোমার সাথেই সন্ধি।
বিকেলে ক’জন যায় খেলার মাঠে?
অধিকাংশই আড়ি দিয়ে তার সাথে
তোমার প্রেমে পড়ে নিজেই হচ্ছে স্বেচ্ছাবন্দী।

কে নেই, সবাই তোমার দিকে তাকিয়ে থাকে
ভাবে ক’জন এ জীবনটা গড়াচ্ছে কোন দিকে?
আবাল বৃদ্ধ বনিতা তোমার জন্য পাগল
তোমাকে ছাড়া সবার জীবন যেন অচল
কে জানে, এই সমাজটাই পড়বে কি বিপাকে!

শিক্ষা দীক্ষা সব কিছুরই হয়েছ তুমি বাহন
সবার জীবনকেই করে যাচ্ছো বেশ নিয়ন্ত্রণ
ভালো-মন্দ কী নেই এখন তোমার ঘটে
যে যা চায় তোমার দৌলতে সব জোটে
বিশ্বভূবন হাতের মুঠোয় চলে আসছে এখন।

সব কিছুরই দায় যদি তুলে নিয়ে নাও কাঁধে
সারা বিশ্বের মানুষগুলো পড়বে নাকি ফাঁদে?
দেহের কলকব্জা কাজে আছে কারোর
শুয়ে বসে জাবর কাটতে পারবে আরো?
পড়বে নাকি মহাবিপদে আর কিছুদিন বাদে?