আলো আঁধারে কাঁদছো কেন পথহারা
পাও না বুঝি পথ খুঁজে?
বসে না থেকে পথ খুঁজতে চেষ্টা কর
লেগে পড়ো সেই কাজে।
পথ হাতড়াতে হয় হোক, তবু খোঁজ
খোসমেজাজে সাধ্যমতো
শত বাঁধা এসে সামনে দাঁড়াতে পারে
ওঠো না একটুও শিয়রে
কারো মনের ইচ্ছাশক্তি জোরালো হলে
কে, কবে সেই ভয়ে ডরে?
দমকা হাওয়ায় মেঘ একটু সরতে দাও
তারামণ্ডলী জেগে উঠুক
দেখবে তারা রাতজেগে তুমি করছো কী?
ধ্রুবতারাও দেখে দেখুক
ইচ্ছাশক্তিতে তারাদের ঘুম কেড়ে নিলে
তারা কি স্থির থাকতে পারে?
অবাক হচ্ছো? দেখবে উল্কাও উড়ে এসে
তোমাকে পথ দেখাতে পারে।