গোঁফ দেখেই চেনা যায় সেটি হুলু বিড়াল
রোজ পাড়া তদারকি করে সকাল বিকাল
পাড়ায় খবরদারি মুঠোতে রাখছে ধরে
যখন তখন সে ঘাড় ফোলাতেও পারে
তার শাসনে ইঁদুরগুলো হচ্ছে খুব নাকাল।
ভয়ে ওরা ঢুকে রয়েছে বিশাল এক গর্তে
সেখান থেকে বেরতে রাজি একমাত্র শর্তে
বিড়ালের বিরুদ্ধে মুখ খোলা যদি চলে
‘ছাই দিয়ে মাছ ঢাকবে না’ সে যদি বলে
তার রাজত্বে মুখ খুলেও থাকবে বেঁচেবর্তে।
বলছে বিড়াল, ‘গর্ত থেকে বের হবি না আর
কথা দিলাম জীবনটা করে দেবোই ছারখার,
এ পাড়া রাখবো মুঠোয় যে ক’দিন বাঁচি
পাড়াটা লুটে খেতেই হাত বাড়িয়ে আছি
প্রতিবাদ করলে তোদের নেই কোনও ছাড়’।