হলো কী করতে গিয়ে ব্যস্ত রাস্তা পারাপার?
এদিক ওদিক কোনোও দিকে তাকাওনি ফিরে?
ভেবে পাইনা ব্যস্ত রাস্তায় কে একাজ করতে পারে!
ইচ্ছা হলো না ফুটপাতে একটু দাঁড়িয়ে পড়ার?
ভুলেছ রাস্তা পারাপারের আগে আশু কর্তব্য
যার সাথে জড়িয়ে রয়েছে নিজের ভবিতব্য?
প্রয়োজন মনে হয়নি রাস্তার পরিস্থিতি দেখার?
ভেবে দেখো একাজ আগেও করেছো কতবার।
দাঁড়িয়ে পড়েছে সব যানবাহন ও বহূ পথচারী
নয় তো গাড়িচাপা পড়ার সম্ভাবনা যথেষ্ট ছিল
মনে হচ্ছে কি আয়লার মতো ঝড় বয়ে গেল?
ভেবেছ কী হতে পারতো না দাঁড়ালে সব গাড়ি?
আরেকটু হলে কারো সাথে ধাক্কা অবধারিত
কোনো গাড়ির ব্রেক ফেল ও হতে পারতো
তখন অ্যাক্সিডেন্টের দায় গড়াতো কার উপর?
চারিদিকে উঠতো নাকি তোমার নিন্দার ঝড়?
কে জানে, পথে বেরোলে এবার হবে কি সতর্ক?
নাকি পথচারীদের গায়ে ধাক্কা লাগলে
অথবা গাড়ি এসে সজোরে আঘাত করলে
অহেতুক তাদের সাথে চালিয়ে যাবে যুক্তি তর্ক!