ওদের দৌলতে হতে হলো নাকি দাবার বোড়ে?
হিসাব কষে দেখেছো কত কী এযাবত হারালে?
কালসাপ কে দুধ কলা দিয়ে যখন পুষলে
এমনি হতে পারে সেকথা কি ভেবেছিলে?
হয়তো আরো বিপদ ঘনিয়ে আসছে এখন শিয়রে।
যা দাঁড়ালো এ শুধু তোমার একার নয়, ঘরে ঘরে।
বুদ্ধি বিভ্রাটে, কি জানি, আরও কী যে ঘটতে পারে!
ভাবছো,বাঁচার তাগিদে এখন করবে কী?
ওদের নির্দেশ পালন না-করে পারবে কি?
এখন দাবা খেলায় বোড়ে কে মরতেও হতে পারে।