বেকারত্বের সুযোগ নিয়ে ছেলেখেলা করবে কত রাত জেগে?
পাইনা ভেবে দুর্নীতির জালে জড়িয়ে পড়বে আর কত এ যুগে?
মানুষের মেধাকে নিয়েই ছেলেখেলা করার চালিয়েছ প্রচেষ্টা
ঘৃণ্য অর্থ লালসার প্রতিযোগিতার দৌড়ে ছুটেছ তো আবেগে।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি করার যদি তোমার ইচ্ছাও হয়
সেটি তোমার সামর্থ্যের বাড়া ভাবার পেয়েছিলে যথেষ্ট সময়।
সে নিয়ে নিয়ত ছেলেখেলা করেও নিস্তার পাবে কল্পনাপ্রসূত
দেশের বাস্তব পরিস্থিতি না বুঝলে ভুলের মাশুল গুনতে হয়।
রাহুগ্রস্ত এ রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েই চলতে পারে বিতর্ক
শিক্ষাব্যবস্থাকে নিয়ে তামাশা করার আগে হতে হতো সতর্ক।
অর্থ লালসায় এতোই মদমত্ত, দিলে মানবিকতাকে বিসর্জন
লাভ হবে কি এখন খাঁচাবন্দী সিংহের মতো করলেও গর্জন?