দুঃস্বপ্ন দেখে ভেঙেছে ঘুম, হলো কি মোহভঙ্গ?
দেখেছি বিশ্ব জুড়ে নন্দীভৃঙ্গীদের কত কী রঙ্গ!
তারা ভুজঙ্গ নৃত্য করেছে পড়ে মোহের জালে
আরও কত কী যে করছে নৃত্যের তালে তালে!
পালে হাওয়া দিতে অনেকে নিচ্ছে তাদের সঙ্গ।
  
কারো নজরে আসুক বা নাই আসুক, ঘটেছে কত কী!
সুযোগ সন্ধানীদের পাশা খেলতেও আছে বাকি?
নতুন কিছুই নয় জীবন ও জীবিকার সমস্যা
গোদের পর বিষফোঁড়া, ক’জন খেলছে পাশা
ধর্ম ও জাতিগত বিদ্বেষ বিষ ছড়াতে রয়েছে বাকি?

অপমৃত্যু হচ্ছে মনুষ্যত্বের, মানুষে মানুষে বিশ্বাস
যাঁতা কলে পড়েই বেরোচ্ছে অসহিষ্ণুতার নির্যাস।
বিশ্বে হিংসা ছুঁয়ে ফেলছে সর্বোচ্চ মাত্রা
বাকি থাকেনি মানবতার অন্তর্জলি যাত্রা
দেখেছি ঘন কালো মেঘে ঢাকছে সমগ্র আকাশ!

কে জানে, থামবে কি নন্দীভৃঙ্গীদের তাণ্ডব নৃত্য!
হয়তো ভালো হতো ওরা লাভ করলে বোধিসত্ত্ব
বুঝতো যদি এই পৃথিবী ধ্বংসের জন্য নয়
হাত বাড়িয়ে দিতো যদি থামাতে অবক্ষয়
এই পৃথিবী আবারো মানুষের বাসযোগ্য হতো।