দেহে চিমটি কেটে হবে কী, ক'জনের আছে অনুভূতি?
ব্যস্ত অনেকে, সেটুকু ভাবারও অবকাশ নেই একরতি
তারা সূর্যোদয় থেকেই ছুটছে যেন জেট বিমান
বাঁচার তাগিদে সংসার নির্বাহে ই দিন গুজরান
কাল নদীর বান সামলাতে হয়েছে তাদের বিস্মৃতি।
কতিপয় মুখোশধারী প্রকৃতির ধ্বংসযজ্ঞে মাতোয়ারা
প্রকৃতির আর্তচিৎকারে তাদের বিবেক দেয় না সাড়া
তারা দিবারাত্র ব্যস্ত মুনাফা লোটার কারবারে
ক্রমাগত ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে নির্বিচারে
আত্মকেন্দ্রিকতায় তাদের বিবেক হয়েছে মরু সাহারা।
কতিপয় প্রকৃতি প্রেমীর বিবেক যদিও করছে আনচান
প্রকৃতিকে টিকিয়ে রাখা যাবে কিনা সে নিয়ে সন্ধিহান
ব্যর্থ তারা মুনাফার কারবারিদের জাগাতে অনুভূতি
চিমটি কাটলেও জাগে না ধরেছে তাদের ভীমরতি
ফলশ্রুতি ক্রুদ্ধ প্রকৃতির টগবগে ঘোড়া হচ্ছে আগুয়ান।