করণীয় নয় তবুও করেছ সে কাজ
তার পরেও হারিয়ে গেল লজ্জাবোধ?
দুর্বোধ্য হলেও এটাই সত্য
বুক ফুলিয়ে সমাজে করেছ রাজ।

চারিদিকে উঠেছে যখন নিন্দার ঝড়
সে খবর কানে পৌঁছনোর পর
দরদর করে শরীর থেকে ঝরছে ঘাম?
মর মর করছে তোমার এই চালাঘর?

আকাশে মেঘ ডাকছে গুরু গুরু
ভয়ে বুক করছে কি দুরু দুরু?
কপালে পড়েছে চিন্তার ভাঁজ?
দেখছ নিশ্চয় অশনির হয়েছে শুরু।

করবে কী না-গুনে অপেক্ষার প্রহর?
বেতারে শোনো আছে কী খবর
ঝড়ের গতিপ্রকৃতি কখন কোন দিকে?
হবে কি আয়লার মতো বিধ্বংসী ঝড়?