বুক বাজিয়ে করছো তো বেশ মাতব্বরি
বনবন করে উড়িয়ে যাচ্ছ এ জীবন ঘুড়ি
ঘুড়ি কাটাকাটিতেও খুব দক্ষ হয়েছ
হিসাব আছে এ যাবত কত কেটেছ?
হয়তো এ খেলায় কেউ নেই আর জুড়ি!
আকাশে ঘুড়ি দেখলে করছো নজরদারি
ঘুড়ির সুতো ধরে দিচ্ছ টান হিসাব করি’
খেলতে বিমুখ তাকেও কাটলে নেশায়
যমের কুনজরে পড়লে আর বাঁচা যায়!
আর কতদিন এ খেলা খেলবে ভেবে মরি!
কেন যে ঘুড়ি দেখলেই কাটছ গা-জোয়ারি?
কারো ছাড় নেই, কেন দেখাচ্ছো মাতব্বরি?
নদীতে যেমন আসে ষাড়াষাড়ি বান
ঠিক তেমনি ধেয়ে এলে ঝড় তুফান
লাটাই হাতে রাখতে পারবে কি সুতো ধরি'?