বোধ হয়, সময়টা বড্ড প্রতিকূল
বইছে বড্ড গরম হাওয়া,শরীরে বিঁধছে যেন হুল
অনেকে ভাবছে কৃতকর্মে হলো কি কোনও বড়ো ভুল
ফলশ্রুতিতে গুনতে হচ্ছে কি মাশুল?
কষ্ট সইতে না পেরে
অনেকে ভুলতে বসেছে নাওয়া খাওয়া
বাঁচার তাগিদে অনেকে ডাকছে ইস্টদেবতাকে
বলছে ঠাকুর, চেষ্টা করো হাওয়া ঘুরিয়ে দিতে।