শুনতে পাই কত কী অঘটন ঘটছে নানান দেশে
বিষের বাঁশি বাজছে যখন সব সাপেরাই ফোঁসে
ক্ষুধার আগুনে জ্বলছে যখন বিশ্বজুড়ে
অগণিত নর নারীরা মরছে যুদ্ধ করে
তখন ওরা সবাই মেতে রয়েছে ব্যাপক উল্লাসে।
ওরা থামবে নাকি জগৎটাকেই ধ্বংস না করে
এটাই সত্যি পিঁপড়ের পাখা গজায় মরার তরে।
ওরা দেখছে কি আকাশ মেঘে কালো?
স্তরে স্তরে কতটা কালো মেঘ জমলো?
ওদের কাণ্ড দেখেই সৃষ্টিকর্তাও ভুগছে জ্বরে।
দু’টো বিশ্বযুদ্ধের পরেও ওদের বিবেক কি দহে?
ধ্রুবতারা ব্যঙ্গবিদ্রুপ করছে ওদের দিকে চেয়ে।
ওদের মানবিকতা পুড়ে হয়েছে ছাই
তাকে শুদ্ধ করার কোনও উপায় নাই
সৃষ্টিকর্তা, ওদের দেখে তুমিও কি আছো ভয়ে?
ওরা বিশ্বাসভঙ্গ করলে জনসাধারণ করবে কি?
ক্ষমতার আস্ফালনে ওরা করতে পারে কত কী
গৃহযুদ্ধ? সেটি বাঁধানোও অসম্ভব নয়
অকালে হতে পারে অহেতুক রক্তক্ষয়
ওদের কর্ম দোষে ধ্বংসের প্রহর গুনতে বাকি।