এই যে ধপাস ধপাস নদীপাড় ভাঙার শব্দ
নেমেছ গুণীদের লব্ধ কীর্তি করতেই জব্দ?
জানি, শুনবে না কারো কোনও মানা
যুক্তিগ্রাহ্য হলেও সেকথাটি মানবে না
থামবে না গুনীদের কীর্তিগুলি না করে জব্দ।
কৃত্তিনাশা, শুধু পাড় ভেঙ্গে ক্ষ্যান্ত হলেও হতো
ভাটির টানে নিজেকে রাখতে পারোনি সংযত
ধপাস ধপাস করে ক্রমাগত ভেঙেছ পাড়
কত যে হয়েছে বাস্তূচ্যুত, বিপর্যস্ত সংসার
তুমি থেমে থাকোনি, এ কর্মকাণ্ড চলছে নিয়ত।
কৃত্তিনাশা, তোমার কর্মকাণ্ড ছড়িয়েছে বহুদূর
মনের গহীনেও গুনগুন বাজছে বিষাদের সুর
হায় রে, ধ্বংসযজ্ঞে মাতোয়ারা কীর্ত্তিনাশা,
কালিগঙ্গা ও হারিয়েছে তার বাঁচার আশা
পাড় ভাঙনের এ কাজ গড়াবে আর কতদূর?