পলাশীর যুদ্ধের ফল ভিন্ন হলে কি বইতে হতো
ইংরেজদের কাছে দেশবাসীকে পরাজয়ের গ্লানি?
হিতাহিত জ্ঞানশূন্য,পরিস্থিতি এমন হবে ভাবেনি
দেশের চিত্র একেবারেই আমুল বদলে যেতো।

সাধারণ জনগণের এখনো টনক নড়তে বাকি
তারা মাঠের গ্যালারিতে বসে দেখছে ঘটছে কী!
চলছে বোধ হয় চমৎকার গড়াপেটার খেলা
কে জানে, খেলা শেষের খেলা শুরু হয়েছে কী?

গণতন্ত্রের স্তম্ভটিকে দেখলে খুবই করুণা হয়
তাকিয়ে আছে একেবারে ফ্যালফ্যাল দৃষ্টিতে  
বাস্তবে কী যে ঘটছে দেখতে পাচ্ছে না এখনো
চেষ্টাও করেনি হয়ে উঠতে কুরুক্ষেত্রের সঞ্জয়।

স্তম্ভটিকে দেখে মনে হয় নাচের আসরে নর্তকী
অঙ্গভঙ্গি? বোদ্ধারা থাকছে সেদিকে দৃষ্টি এড়িয়ে
কেউ জিজ্ঞেস করেছে, ‘নর্তকী নাচ দেখালি কই?
উত্তরে বললো সে, নাচবো কী? উঠোনটা বাঁকা!’

ঘটছে যা সত্যিঘটনা আজও প্রকাশ্যে আসছে কি?
নেপোয় খেয়ে যাচ্ছে দই, এখনো দেখছে নাকি?
চোখে ঠুলি পরে থাকলে এমন কত কী ঘটে!
পরিস্থিতি যা কে জানে, ঘটবে আরও কত কী।