মহাভারতের সঞ্জয়ের মতো হলে হতো
কুরুক্ষেত্র যুদ্ধের মতো যা ঘটছে সত্যিটা জানা যেতো
কেন যে একটা ঘূর্ণাবর্ত দেখা দিলো!
নয়তো এ সংকটজনক পরিস্থিতি কি দাঁড়াতো?

গণতন্ত্রের একটি স্তম্ভকে দেখলে করুণা হয়
অতিকষ্টে দাঁড়িয়ে আছে যেন কারো অনুগ্রহে
পলাশীর যুদ্ধক্ষেত্রে যেমন ছিল মীরজাফর
অঙ্গভঙ্গি? লোভে মজে থাকলে যেমন হয়।

কে জানে, মজেছে কি খুবই লোভ লালসায়।
দেখে তো মনে হয় দেশের প্রতি তার নেই দায়
নিজের উদর পুর্ত্তিতেই সে সদা ব্যস্ত
দেশ উচ্ছন্নে গেলেও তার কী আসে যায়।

দেশে নিয়ত ঘটেছে কত কী ফুটবল খেলার মতো
ফাউল, সেম সাইড গোল বাদ যাচ্ছে না কিছুই
এ খেলায় রেফারিও যদি একটু তৎপর হতো
নিতান্ত খেলা হলে সেও মনকে মানানো যেতো।

খেলা তো নয়, চলছে সিংহাসনের লড়াই
তাকে লঘু করে দেখার কোনও উপায় নাই
যুদ্ধক্ষেত্রে মীরজাফরের কর্মকাণ্ডকে
তার সেনাবাহিনীও যদি সন্দেহের চোখে দেখতো।