মনে সন্দেহ পুষে রাখা কখনোও অমূলক নয়
তবে অমূলক সন্দেহে বিষ বাষ্পরাশি বের হয়
ভাবতে কষ্ট হয় এ বোঝাটি নিয়ে কী যে করি?
তাকে কি আর সারাজীবন বয়ে বেড়াতে পারি?  
সেই প্রচেষ্টা চালালে কোমর ভাঙবে বোধ হয়।

বিশ্বাসের বীজ মনে রোপন না করলে চলবে?
অঙ্কুরিত বীজ একদিন মহীরুহে পরিণত হবে।
ভাবিনি কখনোই হতে হবে প্রতারণার শিকার
কাউকে বিশ্বাস করে চোখে দেখবো অন্ধকার
হাবুডুবু খেতে হবে অবিশ্বাসের গোলকধাঁধায়।

সারাজীবন সন্দেহের বিষ বয়ে বেড়ানো যায়?
তাকে ঘাড়েপিঠে নিয়ে চললে বেঁচে থাকা দায়।
অন্তরে বিশ্বাসের বীজ রোপণ না করলেই নয়
তবে মাঝে মাঝে কীটনাশক স্প্রে করতেই হয়
নয়তো আগাছা জন্মালে তখন যাবো কোথায়?