বিরামহীন হেঁটে চলছি লক্ষ কোটি বছর
কত কানাগলি পেরিয়েছি কে রাখে সে খবর?
শুরুতে এ পথ ছিল চুলের সিঁথির মতো
অল্প একটু এগোতেই বিপত্তি বেঁধেছে যত
উপায় ছিল না হাঁটবো যে সোজা বরাবর।
চিরুনিতে আঁচড় কাটা পথ হয়েছে বিভক্ত
বামে ডানে কখন কোনদিকে বোঝাও শক্ত
সঠিক পথ নির্বাচন নিয়েও ছিল জটিলতা
বোঝাই কি করে দুর্ভোগে পড়েছি কতটা?
অন্ধ কানাগলিতে হাতরে পথ খুঁজতে হতো।
যতো এগিয়েছি বিভক্তিতে খেয়েছি হোঁচট
দেখেছি কোথাও সহস্রধারার মতো বিভক্ত পথ
কোথাও হিংস্র জন্তুদের ছোট বড় গর্ত
শিয়াল ও হায়নাদের ডাক শুনেছি নিয়ত
উপায়ান্তর ছিল না ছোটাতে হয়েছে জীবনরথ।
বলা দুষ্কর, কোথায় বসতি করেছে কত হায়না
নিবিড় অন্ধকারে নখরদের মুখ দেখা গেল না।
শুনেছি ওদের কবলে পড়ে আর্তদের চিৎকার
দেখেছি সর্বত্র হাহাকার, বাতাসের মুখ ভার
তবু নখরদের অত্যাচার থামার লক্ষণ ছিল না।
এখন ভাবতে হচ্ছে এ পথের শেষ কোথায়?
এ গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার উপায়?
সেইসাথে সন্দেহ জাগে হেঁটেছি কি ভুল পথে?
পিছিয়ে আসারও পথ দেখি না কোনমতে।
তবে জীবনরথ পাঁক খাবে কি এ গোলকধাঁধায়?