এতদূর ছুটে এসে ধরলে যখন ছাগলটাকে
ও চাষীভাই, গলায় দড়ি পরিয়ে হলো কী?
দড়িটা আলগা করে কেন যে বাঁধলে তাকে
এতদূর ছুটে এসে ধরলে যখন ছাগলটাকে?
দুষ্টু ছাগল পালায় যদি দোষ দেবে কাকে?
গলায় বাঁধলেও কী সেটি জুতসই হলো কি?
এতদূর ছুটে এসে ধরলে যখন ছাগলটাকে
ও চাষীভাই, গলায় দড়ি পরিয়ে হলো কী?