ওদের কাজে ক্ষোভ উগড়ে দিতে পথে বসেছি
প্রতিবাদে গর্জে নিন্দার ঝড়ও তুলেছি
পথ পরিবর্তন করতেও দ্বিধা করেনি
এ পথ কোন দিকে কতদূর গিয়েছে ভাবিনি।
দেখেছি মুদ্রার এপিঠ, ওপিঠ দেখিনি আগে
ভাবিনি সেটি সঠিক কিনা চিনে নিতে
তার ওপিঠ দেখতে চাওয়া যে উচিত ছিল
শুধুই ব্যস্ত থেকেছি ক্ষোভ উগড়ে দিতে।
দেরি হলেও এখন দেখি মুদ্রা চিনতে ভুল ছিল।
জনসমক্ষে সেকথা স্বীকার করতে কষ্ট হলো
নিরুপায়, এযাবৎ সেই ভুল চেপে রেখেছি বুকে
এখন বিষবৃক্ষের ডালপালা ছড়ালো চারদিকে।
করেছি ভুল, ভ্রান্তিবিলাসে মজলে যা হয়।
কাল নদীতে বয়ে চলা সময় বড় নির্দয়
এ সময় মাটিতে মাথা খুঁটেও কী হবে?
সাপের গায়ে পা ফেললে ছোবল খেতেই হয়।
যদিও এখন ভুল ভ্রান্তির অবসান হলো
জল তেষ্টায় গলা শুকালেও কী?
তৃষ্ণার্ত চাতকের মতো করলেও ঘোরাঘুরি
মরুভূমির মরূদ্যান স্বপ্নেই রয়ে গেল।