বলেছি তাকে যখন, ‘ গবেষক, খুঁজছ কি
এদিক সেদিক?
দিকবিদিগ জ্ঞানশূন্যের মতো তাকিয়ে বললো
সে , ‘অনেক দিন ধরেই খুঁজেছি গবেষণার
বিষয়।
খুঁজে না পেয়ে জুতসই কোনও এক গবেষণার
বিষয় যখন হয়েছি ক্লান্ত, বসে পড়েছি এক
মরা আমড়া গাছের নিচে, ঠিক তখনি ঘটলো
এক কাণ্ড।
বললো গবেষক, শুনবে নাকি আজব কাণ্ড?
যাকে নিয়ে বলছি, ‘তিনি আর যে কেউ নন
আমাদের ওই বাবুমশাই, যাকে নিয়ে দুবেলা
আমরা করছি বড়াই’।
যতোই বলো ভাই তাকে নিয়ে এখন আর
আমাদের গরিমার শেষ নাই, তবে চুপিসারে
তাকে নিয়ে হয়তো ঘটতে পারে বহু আজব
কাণ্ড।
এই তো সেদিন বসেছি যখন মরা আমড়া
গাছের নিচে, দেখেছি এক কাকাতুয়া উড়ে
এসে সেই আমড়া গাছের ডালে আমাদের
বাবুমশাইয়ের মুখোমুখি বসে বললো,
‘বাবুমশাই, সবই জানি গো সবই জানি,
জনসমক্ষে সেসব বলে দিতে পারি যখন
তখন।’
সেকথা শুনে বাবুমশাইয়ের বুকে ধরলো
কাঁপন, তখন তিনি তার বুক চেপে ধরে
বসে পড়লেন মাটিতে।
কে জানে, ক্ষতে পড়লো কি নুনের ছিটা।
বুঝতে অপারগ হয়েছি ঘটলো কী? তবে
বুঝতে বাকি রইলো না সেটি হতে পারে,
যাই বলো ভাই, গবেষণার বিষয়।
এখন ভেবেছি সেটি নিয়ে গবেষণা করে
দেখি গবেষণায় কিছু পাওয়া যায় কী।