বলার অপেক্ষা রাখে না ঘটেছে বড়ো অপরাধ
তোমার উপর জনগণের বিশ্বাস ছিল অগাধ
তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের করবে যথাযথ বিচার
এই দাবি জনগণের তো ন্যায্য অধিকার।
সে কাজে তুমি নিরপেক্ষ ভূমিকা নেবে
সুযোগ্য শাসক উল্টো পথে হেঁটেছে, কে কবে?
কেউ তো বলেনি অভিযুক্ত হলেই সে বা তারা অপরাধী
অভিযুক্তদের তুলতে হতো বিচারের কাঠগড়ায়
সে বা তারা যে অপরাধী নয় সেকথাও কি বলা যায়?
প্রশ্ন উঠেছে, কেন যে অভিযুক্তদের দিলে আশ্রয়?
তাদের তুলতে দিলে না বিচারের কাঠগড়ায়।
বিচার প্রক্রিয়াকে করলে ব্যাহত
ওই দেখো, সংশয়ের মেঘ জমছে অবিরত।
নিম্নচাপের সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়?
কতকাল থমকে থাকবে বিচার্য বিষয়?
বিচারের ভবিষ্যৎ নিয়েও জনমানসে জাগছে সংশয়
যেভাবে জমছে মেঘ কি জানি কী হয়?
বিচার প্রক্রিয়া ব্যাহত হলে সে কার দায়?
বইছে বাতাস, সম্ভবত শুরু হয়েছে ঘূর্ণাবর্ত
যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অবিরত
অভিযুক্তরা যদি করে থাকে অপরাধ
কালের স্রোতে তাদের অপরাধ হতে পারে সাফ?
বিনা বিচারে হতে পারে তাদের অপরাধের মাফ?
অপরাধীর সাজাও কি এভাবে মকুব করা যায়?