এ কি স্বপ্ন! আজ রাতে অমাবস্যার অন্ধকার,
নিশাচর প্যাঁচাগুলো তারস্বরে করছে চিৎকার
রাত কাটলেই হবে পিতৃপক্ষের অবসান
দেবী দুর্গা ধরণীর দিকে হবেন আগুয়ান?
এই রাতে অনেকেই পেতেছে কান
দেবী মহামায়ার আবাহনে কাটাবে রাত
প্রাতে শুনতে রেডিও ও টিভিতে চণ্ডীপাঠ
দেবী দুর্গার স্তব ও স্তুতিগান।
অনেকে প্রস্তুতি নিয়েছে রাত কাটাবে পথে
শুনেছে এই রাতে নাকি কত কী ঘটে!
উল্কাপাতের সম্ভাবনা রয়েছে এই রাতে।
অসুরদেরও ভাবতে হয় কী আছে বরাতে।
এই অমাবস্যা রাতের যখনি হবে অবসান
অনেকে তর্পণের উদ্দেশ্যে করবে গঙ্গাস্নান
তারপর বিদেহী পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ
সেরে নিজ গৃহের উদ্দেশ্যে করবে প্রস্থান।
স্বপ্নে দেখেছি এখন গভীর রাত,
চারিদিক কুয়াশায় আচ্ছন্ন,
অমাবস্যার অন্ধকারে দেখা যায় না পথঘাট
কোথায় কি ঘটছে হয় না বোধগম্য।
পাড়া পড়শীদের ঘুম নেই চোখে
ঘরের বাইরে এসে চেয়ে আছে আকাশের দিকে
স্বস্তির নিঃশ্বাসও ফেলতে পারছে না যেন
এই দৃশ্য হয়তো কেউ দেখেনি আগে কখনো।
এই রাতে উল্কাপাতের সম্ভাবনাও প্রবল
সেটি দেখতে অনেকের চোখ করছে ছলছল
উল্কাপাত হবে কিনা সেই ভেবে ভুগছে জ্বরে
কোথায় কখন কী ঘটে সেটি রাখছে নজরে।
তাদের অনেকের মন করছে আনচান
ভাবছে এবার হবে কি দীর্ঘ প্রতীক্ষার অবসান?
কখন শুরু হবে উল্কাপাত?
কে জানে, কী আছে বিধির বিধান!