বলেছিলে রাতের অন্ধকারে নিয়ে
গেছো যে লটবহর সেই বোঝার
ভারে নুয়ে পড়ে তখন লেগেছে
কোমরে।
তার উপর দুটো সারমেয় কোত্থেকে
ছুটে এসে যখন সেসব সামগ্রীর গন্ধ
শুকলো তখন থেকেই শুরু, আজও
তোমার বুকের ভেতর করছে বেশ
দুরু দুরু।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো
পরীক্ষা নিরীক্ষা ও ঔষধ সেবনেও
স্বস্তি মিলছে না। রাতে দিনেও ঘুম
আসেনা।
ভেবো না। শোনো, আমি পৌঁছেছি
বন্দরে। আর একটুখানি সবুর করো
আমি গন্তব্যে না-পৌঁছানো অবধি।
সামগ্রীগুলো পাহারা দিও।
সেগুলোকে লকারে পুরলে হয়তো
কাটবে দুর্ভাবনা, ঔষধ সেবনের ও
প্রয়োজন হবে না।
বলছি শোনো, অন্ধকারে চারদিক
ঢাকলেই দেখবে পৌঁছবো গন্তব্যের
ঠিকানায়।